মায়ের চেয়ে বড় মনের অসুর! এই প্রথম পুজোয় সিংহীপার্ক ও পদ্মপুকুর বার্তা দিল অন্য লড়াইয়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার দুর্গাপুজো মানেই থিমের লড়াই, কিন্তু এবার চমক দিল দুটি জনপ্রিয় মণ্ডপ। গড়িয়াহাটের সিংহীপার্ক তাদের ৮৪ বছরের পুজোর থিম সাজিয়েছে মনের ভেতরের অসুর বিনাশের বার্তা দিয়ে। রাবণের মতো শিবভক্তের মধ্যেও লুকিয়ে থাকা নেগেটিভিটি বা নেতিবাচকতা কীভাবে বিনাশ ডেকে আনে, সেই গল্পই তুলে ধরা হয়েছে এখানে। দশরথপুত্র রামের অকালবোধন ও অন্যায়ের বিনাশের মাধ্যমে দর্শনার্থীদের মনের গভীরে লুকিয়ে থাকা অশুভ শক্তিকে দূর করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, ৫৩ বছরের পুরোনো পুজো পদ্মপুকুর ইয়ুথ তাদের মণ্ডপ সাজিয়েছে ‘জলছবি’ থিমে। এই থিমের মাধ্যমে জল সংরক্ষণের গুরুত্ব এবং জল অপচয়ের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জল ধরো, জল ভরো’ প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই মণ্ডপে ঘটের মাধ্যমে জলের গুরুত্ব বোঝানো হয়েছে। এই দুই পুজো কমিটি তাদের থিমের মাধ্যমে শুধু বিনোদন নয়, বরং সমাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *