ফের গাজায় হামলা, এক হামলায় ৯১ জনের মৃত্যু, নিহত চিকিৎসকের পরিবারও – এবেলা

এবেলা ডেস্কঃ

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত। কিছুতেই থামছে না ফিলিস্তিনিদের ওপর হামলা। ফের একদিনে ইসরায়েলি হামলায় ৯১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইসরায়েলি বাহিনী টানা আকাশ ও স্থলপথে আক্রমণ চালিয়ে গাজা শহর দখলের চেষ্টা করছে। এক হামলায় গাজার খ্যাতনামা চিকিৎসক ড. মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের পাঁচজন সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

হামাসের নিন্দা করে বলা হয়েছে, এ হামলা চিকিৎসকদের জন্য একটি ‘রক্তাক্ত সন্ত্রাসী বার্তা’, যা তাদের শহর ছাড়তে বাধ্য করার উদ্দেশ্যে করা হয়েছে। এই হামলায় আবাসিক ভবন, আশ্রয়কেন্দ্র এবং এমনকি বাস্তুচ্যুতদের তাঁবুও লক্ষ্যবস্তু করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি বাহিনী প্রায় ১,৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *