জাগো দশপ্রহরণধারিণী! মহালয়ায় হঠাৎ কী করলেন মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
রবিবার মহালয়া দিয়েই শুরু হলো দেবীপক্ষ। শহরে এখন উৎসবের আমেজ, বাতাসে পুজো পুজো গন্ধ। পিতৃপক্ষের অবসানে দেবী দুর্গার আবাহন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়া উপলক্ষে নিজের লেখা ও সুর করা একটি নতুন গান উপহার দিলেন তিনি। ‘জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী’ লিখে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন। এই উপহার পেয়ে আপ্লুত রাজ্যের মানুষ।
অন্যদিকে, শনিবার পুজো উদ্বোধনেও ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মতো জনপ্রিয় পুজোগুলোর উদ্বোধন করেছেন তিনি। ভিড়ের কথা মাথায় রেখে তিনি উদ্যোক্তাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন, যাতে দর্শনার্থীদের কোনো ভোগান্তি না হয়। মহালয়ার সকালে গঙ্গার বিভিন্ন ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের জন্য ভিড় জমিয়েছিলেন বহু মানুষ, যদিও বৃষ্টির আশঙ্কা ছিল।