বাম্পার ছাড় ফ্লিপকার্টে, ১৭ হাজার টাকা কমে হাতে পাবেন iPhone 16? – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
এবার আইফোন প্রেমীদের স্বপ্ন সত্যি হতে চলেছে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেলে দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে সদ্য লঞ্চ হওয়া iPhone 17-এর আগের মডেল iPhone 16। আইফোন 17 লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই আইফোন 16-এর দাম প্রায় ১০ হাজার টাকা কমানো হয়েছে। তবে ফ্লিপকার্টের এই সেলে ক্রেতারা ফোনটি আরও সস্তায় পেয়ে যাবেন।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে-তে আইফোন 16-এ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। অফারটি ব্যবহার করে ৬৯,৯০০ টাকার আইফোন 16 আপনি পেতে পারেন মাত্র ৫১,৯৯৯ টাকায়। এই অফার পেতে হলে ফ্লিপকার্ট প্লাস ব্যবহারকারী গ্রাহকরা একদিন আগে সেলে কেনাকাটা করার বিশেষ সুবিধা পাবেন। গত বছর লঞ্চ হওয়া এই ফোনে থাকছে শক্তিশালী এ১৮ প্রসেসর, উন্নত 48MP এবং 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং একটি 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে।