মহালয়ার দিন ভুল করে ফেলছেন না তো! কী কী কাজ এড়িয়ে চলবেন, জেনে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ
মহালয়ার পুণ্য তিথিতে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয়। এই বিশেষ দিনে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করার রীতি প্রচলিত। মনে করা হয়, এই তিথিতে তর্পণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। তাই এই দিনটিকে ঘিরে বাঙালি সংস্কৃতিতে এক বিশেষ আবেগ জড়িয়ে আছে। তবে জ্যোতিষশাস্ত্র মতে, মহালয়ার দিনে কিছু কাজ করলে তা অশুভ ফল বয়ে আনতে পারে, যা আপনার সংসারের চরম সর্বনাশ ডেকে আনতে পারে।
জ্যোতিষশাস্ত্র এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিনে কিছু কাজ থেকে বিরত থাকা উচিত। এই দিনে নখ, চুল বা দাড়ি কাটা থেকে সম্পূর্ণ বিরত থাকা জরুরি। এই তিথিতে কাউকে টাকা বা অন্য কোনো জিনিস ধার দেওয়াও অনুচিত। এছাড়া, যদি কোনো অভাবী বা ভিক্ষার্থী আপনার দরজায় আসে, তবে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া বড় ভুল। বরং সাধ্যমতো দান করলে তা আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, নিয়ম মেনে চললে তবেই দেবীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে।