হাবড়া হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য সচিব, কীসের ইঙ্গিত? – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে আচমকা পরিদর্শনে এলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। নতুন তৈরি ১০০ শয্যার বিল্ডিংটি কেন এখনও চালু হয়নি, তা খতিয়ে দেখতেই তাঁর এই আকস্মিক সফর বলে খবর। এতদিন ধরে অপেক্ষার পর নতুন ভবনটি কবে থেকে রোগীদের জন্য খুলে দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন উঠছিল। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনের সময় স্বাস্থ্য সচিব হাসপাতালের পুরনো ভবনটির প্রসূতি বিভাগ, মহিলা ও পুরুষ বিভাগ ঘুরে দেখেন। একই সঙ্গে হাসপাতালের সার্বিক পরিষেবা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়েও খোঁজখবর নেন। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক, হাবড়া পৌরসভার চেয়ারম্যান ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে আরও ১০০ শয্যার নতুন ভবন তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।