পেশা লেদ মিস্ত্রি, নেশা প্রতিমা শিল্পী কীভাবে তাক লাগালেন বাগনানের শ্যাম জানা – এবেলা

এবেলা ডেস্কঃ
পেশায় লেদ মিস্ত্রি শ্যাম জানা, নেশায় শিল্পী। হাওড়ার বাগনান সংলগ্ন দাসনগরের কারখানায় সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পর তিনি বাড়ি ফিরে মেতে ওঠেন প্রতিমা গড়ার নেশায়। ছোটখাটো এই মানুষটি তার নিপুণ হাতের ছোঁয়ায় সাধারণ মাটি থেকে শুরু করে নারকেলের ছোবড়া, ভাঙা কাঁচের চুড়ি, এমনকি অচল পয়সা দিয়েও ফুটিয়ে তোলেন অসাধারণ সব প্রতিমা। তার এই শিল্প সৃষ্টির পেছনে রয়েছে এক গভীর আত্মত্যাগ ও শিল্পপ্রেম।
শুধুমাত্র মাটির প্রতিমা নয়, বিভিন্ন অপ্রচলিত উপাদান দিয়ে প্রতিমা গড়ে তিনি সকলের নজর কেড়েছেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তার শিল্পকর্মে মুগ্ধ হয়েছেন অনেকেই। তবে তার আক্ষেপ, প্রতিমা ডেলিভারির পর অনেকেই তাকে মনে রাখেন না। তার এই শিল্প যাত্রায় যোগ্য সঙ্গত দেন তার স্ত্রী তৃষ্ণা ও মেয়ে সুস্মিতা। পেশা এবং নেশার মধ্যে এই ভারসাম্য রক্ষা করে চলা এক দারুণ চ্যালেঞ্জ, যা তিনি অনায়াসে করে চলেছেন।