দীর্ঘদিনের বিবাদ ভুলে আবার একসঙ্গে আমির-রামগোপাল, কীসের ইঙ্গিত? – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের দুই কিংবদন্তি আমির খান ও রামগোপাল ভার্মা আবারও একজোট হয়েছেন। প্রায় ৩০ বছর আগে তাদের প্রথম এবং শেষ ছবি ‘রঙ্গিলা’ বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার পরও দুজনের মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছিল। রামগোপাল ভার্মা এক সাক্ষাৎকারে আমির খানের অভিনয় নিয়ে মন্তব্য করলে সেই থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে এবার সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুন করে পথচলার ইঙ্গিত দিলেন তারা।

সম্প্রতি রামগোপাল ভার্মা তার ইনস্টাগ্রামে আমির খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। ছবিতে দুজনকে একসঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে। ক্যাপশনে রামগোপাল লিখেছেন, “আমার রঙ্গিলা তারকার সঙ্গে আমি।” এই ছবি দেখে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি ‘রঙ্গিলা ২’ আসতে চলেছে? দীর্ঘদিনের এই নীরবতার পর তাদের পুনরায় একত্রিত হওয়া যেন কোনো নতুন প্রকল্পেরই পূর্বাভাস দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *