কলকাতা গুলশন কলোনির শ্যুটআউট, অবশেষে জালে মূল অভিযুক্ত মিনি ফিরোজ – এবেলা

এবেলা ডেস্কঃ
অবশেষে ১০ দিনের টানা তল্লাশির পর পুলিশের জালে ধরা পড়লো গুলশন কলোনি শ্যুটআউট কাণ্ডের মূল অভিযুক্ত মিনি ফিরোজ। গত ১১ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার গুলশন কলোনিতে প্রকাশ্য দিনের আলোয় গুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছিল। এরপরই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ও আনন্দপুর থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। এই ঘটনার সাথে জড়িত আরও চারজনকে গ্রেফতার করা হলেও মিনি ফিরোজ ছিল অধরা। সে মোবাইল বন্ধ করে ওয়াইফাই ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল, যার কারণে তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল।
ঘটনার পর থেকেই বিহার ও দিল্লিতে আত্মগোপন করে ছিল মিনি। পুলিশের কাছে খবর ছিল যে সে দিল্লির আজমেরগেট থেকে অন্য কোথাও পালাতে চলেছে। সেই তথ্যের ভিত্তিতেই রবিবার রাতে কলকাতার পুলিশ তাকে আটক করে। আজ তাকে আলিপুর আদালতে তোলা হতে পারে। পুলিশ সূত্রের খবর, এই হামলাটি পূর্ব পরিকল্পিত ছিল এবং হামলার কয়েক ঘন্টা আগেই মিনি কলকাতা ছেড়েছিল। একের পর এক গুলি ও বোমাবাজির ঘটনায় কেঁপে উঠেছিল গুলশন কলোনি, যা সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছিল।