পুজোর মুখে নিম্নচাপের অশনি সংকেত, ভাসবে দক্ষিণবঙ্গ – এবেলা

এবেলা ডেস্কঃ
আর মাত্র কয়েকদিন পরই দুর্গাপূজা। উৎসবের এই মরশুমে দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা দ্রুত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর প্রভাবে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, যা পুজোয় দুর্যোগের কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন পর আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটি ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে এগোলেও এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। ফলে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর কেনাকাটা ও পরিকল্পনায় জল ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যা নিয়ে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ।