জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ আসাম! পরীক্ষা স্থগিতের নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
আর্টের এই আকস্মিক মৃত্যুতে শোকে ডুবে আছে গোটা আসাম। প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন জায়গায় মোমবাতি মিছিল করেছেন ভক্তরা। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। অন্যদিকে, শিল্পীর শেষকৃত্য শনিবার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাই তাঁর সম্মানে রাজ্যের সমস্ত স্কুলে শনিবারের অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু।
শিক্ষামন্ত্রী রনোজ পেগু রাজ্যের স্কুল ইন্সপেক্টরদের এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছেন। আসামের এই ভূমিপুত্রের আকস্মিক চলে যাওয়া যেন রাজ্যবাসী মেনে নিতেই পারছেন না। প্রিয় শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।