জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হানার খবর, কিশতওয়ারে রাতের অন্ধকারে কী ঘটল? – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
ফের উপত্যকায় সক্রিয় হলো জঙ্গিরা। জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে এক গোপন অভিযানে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের খোঁজ পেল ভারতীয় সেনা ও রাজ্য পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে সোমবার রাতে যৌথবাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। রাত আটটা থেকে শুরু হয় অপারেশন। যৌথবাহিনীকে দেখতে পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। দ্রুত পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। গুলির লড়াইয়ে দু’পক্ষের মধ্যে কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই।
এনকাউন্টার শুরু হওয়ার আগেই প্রশাসন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথবাহিনী এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। মনে করা হচ্ছে, এই অঞ্চলে জঙ্গিদের একটি ছোট দল লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।