মণিপুরে ফের হামলা, আসাম রাইফেলসের গাড়িতে গুলি; ২ সেনা আহত – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
ফের উত্তপ্ত মণিপুর, এবার সন্ত্রাসবাদীদের নিশানায় আসাম রাইফেলস। ইম্ফল থেকে বিষ্ণুপুরগামী আসাম রাইফেলসের একটি ট্রাকে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। ইম্ফল থেকে কিছুটা দূরে নাম্বোল এলাকায় জঙ্গলের পথে এই হামলা হয়। দু’পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময়ের ফলে আহত হয়েছেন দুই সেনা সদস্য। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে মণিপুরে শান্তি ফেরানোর চেষ্টা চলছে, এমন সময় এই ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। নাম্বোল এলাকাটি ইম্ফল এবং চূড়াচাঁদপুরের মাঝে অবস্থিত, যা মণিপুরের জাতিগত সংঘাতের অন্যতম কেন্দ্র ছিল। এই হামলার ঘটনা মণিপুরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। হামলার কারণ ও হামলাকারীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।