কেন ‘আই লাভ মুহম্মদ’ লেখা নিয়ে মামলা, উত্তরপ্রদেশের ঘটনায় দেশজুড়ে তোলপাড়! – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশে ‘আই লাভ মুহম্মদ’ লেখা ব্যানার নিয়ে ২০ জন মুসলিম যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যোগী সরকার। কানপুরে এই ব্যানার প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। এই আইনি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার কানপুরের রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। তাদের অভিযোগ, কেন এমন একটি সাধারণ লেখার জন্য মামলা করা হলো, তার কোনো স্পষ্ট কারণ দেখানো হয়নি।
কানপুরের এই ঘটনার রেশ এখন ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য রাজ্যেও। মহারাষ্ট্রের লাতুরে মুসলিম আইনজীবীদের একটি সংগঠন প্রতিবাদে রাস্তায় নেমেছে। গঞ্জ গোলাই মসজিদের সামনে তারা এই মামলার বিরুদ্ধে স্লোগান দেয়। সংগঠনটির এক সদস্য জানান, ‘আই লাভ মুহম্মদ’ লেখায় আপত্তির কারণ কী, তা এখনো পরিষ্কার নয়, এবং এর বিরুদ্ধে আইনি লড়াই চলবে।