ছোট্ট শিশুর গলায় আটকে গেল চুইংগাম, এরপর কী ঘটল জানলে আঁতকে উঠবেন! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাচ্চাদের হাতে চুইংগাম তুলে দেওয়ার আগে এই ঘটনা থেকে শিক্ষা নিন। কেরালার কান্নাুরের পাল্লিকারায় আট বছরের এক শিশুর গলায় চুইংগাম আটকে গিয়ে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। শ্বাসরোধ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল, কোনোভাবেই সে চুইংগাম বের করতে পারছিল না। এই বিপদ দেখে ছুটে আসেন কয়েকজন যুবক। তাঁদের তৎপরতায় শেষ পর্যন্ত শিশুটি বিপদমুক্ত হয়।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই আঁতকে উঠেছেন। শিশুদের চুইংগাম দেওয়া যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। চিকিৎসকেরা বারবার সতর্ক করেন, শিশুরা অসাবধানতাবশত চুইংগাম গিলে ফেললে তা শ্বাসনালীতে আটকে গিয়ে প্রাণঘাতী হতে পারে। তাই এই ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের অতিরিক্ত সতর্ক থাকা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *