৩ ফুটের দুর্গা, ৬ষ্ঠ শ্রেণিতেই প্রতিমা গড়ে তাক লাগালো! – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
সিমলান্দি গ্রামের খুদে শিল্পী অর্পণ প্রামাণিকের খ্যাতি এখন শুধু তার গ্রামেই সীমাবদ্ধ নয়। পড়াশোনার পাশাপাশি মাটির প্রতিমা গড়ার প্রতি তার তীব্র আগ্রহ। ছোট থেকেই সরস্বতী প্রতিমা গড়ে হাত পাকিয়েছে। এবারই প্রথম গ্রামের ক্লাবের পুজোর জন্য ৩ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে চমক দিয়েছে সে। অর্পণের বাবা-মাও তার এই প্রতিভাকে উৎসাহ দেন। বর্তমানে অষ্টম শ্রেণির এই শিল্পী এখন তার তৈরি প্রতিমায় শেষ তুলির টান দিতে ব্যস্ত।