পূজোর আগেই কেন ১০টি সরকারি বাস বন্ধ করে দিল রাজ্য? কারণ শুনলে চমকে উঠবেন – এবেলা

এবেলা ডেস্কঃ
পূজোর ঠিক মুখে রাজ্য সরকারের ১০টি বাস হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে চমক তৈরি হয়েছে। সাধারণত, এই সময়ে যাত্রী চাপ সামলাতে বাসের সংখ্যা বাড়ানো হয়। কিন্তু এই বছর উল্টো ছবি দেখা গেল। এর পেছনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। লোকসানের মুখে দাঁড়িয়ে থাকা এসবিএসটিসি-র দীঘা ডিপো কর্তৃপক্ষ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
দীঘা ডিপোর পক্ষ থেকে জানানো হয়েছে, লোকসান কমাতে অলাভজনক রুটে এই ১০টি বাস বন্ধ করা হয়েছে। রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের চাপে অনেক সময় নতুন রুট চালু করা হয়, যেখানে লাভ-লোকসানের কোনো সমীক্ষা করা হয় না। বছরের পর বছর ধরে এমন রুটে বাস চললেও লাভের মুখ দেখা যায়নি। তারই ফলস্বরূপ ঝিকড়া, নবদ্বীপ-সহ মোট আটটি রুটে ১০টি বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
আর্থিক সঙ্কটের কবলে দীঘা ডিপো
সম্প্রতি ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়েছে দীঘা ডিপো। জ্বালানি তেলের জোগান অনিয়মিত হয়ে পড়ায় সপ্তাহে দু-তিন দিন বাস পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। এমন কঠিন পরিস্থিতিতে এই ডিপো থেকে এক সময়কার ৮০টি বাসের সংখ্যা এখন কমে ২০-২৫-এ ঠেকেছে। বাস চালিয়ে জ্বালানি, কর্মী বেতন ও রক্ষণাবেক্ষণের খরচও উঠছে না। ডিপোর এক কর্মী জানান, রাজনৈতিক কর্মসূচিতে বাস তুলে নেওয়ার কারণেও ক্ষতি হচ্ছে। নেতাদের অনুরোধে লাভজনকতা যাচাই না করেই নতুন রুট চালু করার ফলে যাত্রী সংখ্যা কমে গেছে এবং লোকসান বেড়েছে। এই পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
তবে দীঘা ডিপোর ইন-চার্জ তপন মান্না আশ্বস্ত করেছেন, পূজোর সময় দীঘাগামী রুটে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। বিপুল পর্যটক চাপ সামলাতে এই সিদ্ধান্ত জরুরি।