১১ জনের মৃত্যুর পর অবশেষে স্বস্তি! দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা, জল নামল কোন কোন এলাকার? – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রবল নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত হওয়ার পর অবশেষে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কলকাতা। মঙ্গলবার রাতে নতুন করে বৃষ্টি না হওয়ায় বুধবার সকাল থেকে শহরের পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। যদিও এখনও কিছু এলাকা জলমগ্ন, তবে যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর কাজ চলছে।
সোমবার রাতভর বৃষ্টির জেরে কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকা কার্যত নদীর রূপ ধারণ করেছিল। জল জমে ব্যাহত হয়েছিল ট্রেন ও মেট্রো পরিষেবাও। মঙ্গলবার দুপুর গড়িয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অনেক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে।
বর্তমানে উত্তর কলকাতার ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট, রাজা রামমোহন সরণী, কেশবচন্দ্র সেন স্ট্রিট এবং দক্ষিণ কলকাতার টেগোর পার্ক, রাসবিহারী অ্যাভিনিউ ও পাম অ্যাভিনিউয়ের মতো কিছু এলাকায় এখনও জল জমে আছে। তবে কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, রাতের মধ্যেই অনেক এলাকা থেকে জল নেমে গেছে এবং বাকি এলাকাগুলো থেকেও দ্রুত জল নামানোর চেষ্টা চলছে।
প্রাকৃতিক এই দুর্যোগে কলকাতা ও সংলগ্ন এলাকায় ১১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলগুলোতে পুজোর ছুটি এগিয়ে এনেছেন এবং বেসরকারি সংস্থাগুলোকে ২ দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানোর আর্জিও জানিয়েছেন।