মন্ত্রী অরূপের পরামর্শে দুর্গাপুজোর মণ্ডপেও বাঙালি অস্মিতা, চমক দিচ্ছে অশোকনগর – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজোতেও প্রবল বাঙালি অস্মিতার ছোঁয়া! কলকাতা হোক বা জেলা, এবার বহু পুজোমণ্ডপের থিম বাংলা ও বাঙালি। মন্ত্রী অরূপ বিশ্বাসের পরামর্শে এবার টালিগঞ্জের ৯৭ নম্বর ওয়ার্ডে প্রতিমা তৈরি হয়েছে ‘বাংলা আমার মায়ের ভাষা’ থিমে। প্রতিমা শিল্পী নব পালের এই বিশেষ প্রতিমায় দেবী দুর্গার দুই কোলে রয়েছেন লক্ষ্মী ও সরস্বতী। মায়ের হাতে রয়েছে ‘বর্ণপরিচয়’ ও ‘সহজ পাঠ’, যা বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণীও রয়েছে এই মণ্ডপে, যা বাঙালি অস্মিতার এক নতুন রূপ।

এদিকে, কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা শহরের একাধিক গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন। চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, দেশপ্রিয় পার্ক এবং ত্রিধারা সম্মিলনীর মতো বড় পুজোয় তিনি ভিড় নিয়ন্ত্রণ, অগ্নি নির্বাপণ এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এর মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের জন্য নির্বিঘ্নে উৎসবের আনন্দ উপভোগের পরিবেশ নিশ্চিত করা। শহরের রাস্তা পরিদর্শন করেছেন মেয়র ফিরহাদ হাকিমও, যা পুজোর প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *