নিজেরাই নিজেদের দেশে বোমা মারছে, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের ‘ভণ্ডামি’ ফাঁস করল ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকে তীব্র আক্রমণের শিকার হলো পাকিস্তান। মঙ্গলবার পরিষদের আলোচনায় ভারতীয় কূটনীতিক ক্ষীতিজ ত্যাগী পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেন, ‘যে ইসলামাবাদ নিজেদেরই মানুষের ওপর বোমা মারছে, তারাই এই একই মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে।’

২০১২ ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস অফিসার ক্ষীতিজ ত্যাগী পাকিস্তানের বক্তব্যকে ‘ভিত্তিহীন ও উস্কানিমূলক’ বলে বর্ণনা করেন। তাঁর অভিযোগ, যারা নিজেদের দেশ চালাতে ব্যর্থ, অর্থনীতি বাঁচাতে হিমশিম খাচ্ছে এবং মানবাধিকারের ইতিহাস যাদের কলঙ্কিত, তাদের উচিত ভারতের দখল করা অংশ ছেড়ে দেওয়া। তিনি আরও বলেন, এক দিকে পাকিস্তান লাগাতার সন্ত্রাসবাদ রফতানি করছে, জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, অন্যদিকে নিজেদের নিরীহ মানুষকেই বোমা মেরে হত্যা করছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিরাহ ভ্যালির মাতরে দারা গ্রামে সম্প্রতি ভয়াবহ বিমান হামলায় ৩০ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন বহু মহিলা ও শিশু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর গোটা গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পোড়া গাড়ি, ভেঙে যাওয়া বাড়ি এবং ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হচ্ছে দেহ।

এরপরই ভারত মানবাধিকার পরিষদের সামনে এই ঘটনার প্রতিবাদ জানায়। ভারত স্পষ্ট করে বলে, মানবাধিকার পরিষদের ম্যান্ডেট সর্বজনীন ও পক্ষপাতহীন হওয়া উচিত। দেশভিত্তিক ম্যান্ডেট তৈরি হলে তা কেবলই পক্ষপাতের জন্ম দেয়।

এদিকে, পাকিস্তানের মানবাধিকার কমিশন (HRCP) এই হামলায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *