আকর্ষণীয় উদ্যোগ, পুজোয় এবার বিশেষ সম্মান পাচ্ছে প্রতিবন্ধী ও প্রবীণ-বান্ধব প্যান্ডেলগুলো – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজোর আগে দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের নিয়ে কাজ করা সংস্থা এনআইপি এনজিও একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। ফোরাম ফর দুর্গোৎসব, সাইনি ইন্টারন্যাশনাল স্কুল এবং রোটারি ক্লাবের সহযোগিতায় তারা এমন দুর্গাপূজা কমিটিগুলিকে পুরস্কৃত করবে, যারা বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের জন্য প্যান্ডেলে প্রবেশের বিশেষ ব্যবস্থা রাখবে। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ২৫০টিরও বেশি কমিটি। এই উদ্যোগের পাশাপাশি, দৃষ্টিহীনদের জন্য ব্রেইল দুর্গাপূজা গাইড ও ব্রেইল ডিসপ্লে স্ট্যান্ডও চালু করা হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে, কোনো ভক্ত যেন উৎসবে আনন্দ থেকে বঞ্চিত না হয়।
এই ব্যতিক্রমী পদক্ষেপে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এনআইপি এনজিও-র সম্পাদক দেবজ্যোতি রায় জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দুর্গাপূজাকে সকলের জন্য সহজলভ্য করে তোলা। তিনি আরও বলেন, এই পুরস্কারের মাধ্যমে সেইসব কমিটিগুলিকে উৎসাহিত করা হবে, যারা অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল উৎসব পালনে এগিয়ে আসছে। এই উদ্যোগ পূজার আনন্দকে সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে এক নতুন দিশা দেখাচ্ছে।