‘দুর্যোগ নিয়ে কোনও রাজনীতি ঠিক নয়’, বিজেপিকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
অতিভারী বৃষ্টির কারণে শহর কলকাতা যখন জলমগ্ন, সেই পরিস্থিতি নিয়ে রাজনীতি করার জন্য বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাতে থাকে না এবং এই সময় রাজনৈতিক সমালোচনা করা ঠিক নয়।
অতিবৃষ্টির ফলে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ার পর থেকেই বিজেপি নেতারা রাজ্য সরকার ও কলকাতা পুরসভার তীব্র সমালোচনা করছিলেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, অতীত থেকে শিক্ষা নেয়নি পুরসভা এবং অতিবৃষ্টি মোকাবিলায় তাদের কোনো পরিকল্পনা নেই।
এর জবাবে কালীঘাট থেকে ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেন, “দুর্যোগ নিয়ে রাজনীতি করবেন না।” তিনি আরও বলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে যখন প্রাকৃতিক বিপর্যয় হয়, তখন তৃণমূল সমালোচনা করে না। উত্তরাখণ্ড, দেরাদুন, দিল্লি বা মুম্বইয়ের মতো জায়গায় প্রবল বৃষ্টি হলেও তাঁরা নীরব থেকেছেন।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে ডিভিসি জল ছেড়ে দিচ্ছে এবং ফারাক্কায় ১৫ বছর ধরে ড্রেজিং হয়নি। তিনি মেট্রো রেল কর্তৃপক্ষের দিকেও আঙুল তোলেন। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন সাধারণ মানুষকে সাহায্য করার জন্য সবসময় কাজ করছে।