মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্যোগে রাজ্যে এগিয়ে এল পুজো ছুটি, আসল কারণ ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ
টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ছাত্রছাত্রীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্ধারিত সময়ের আগেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পুজো ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ২৪ এবং ২৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে এমনিতেই পুজো ছুটি শুরু হওয়ার কথা ছিল। ফলে কার্যত আজ থেকেই ছাত্রছাত্রীদের দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে গেল।
এই আকস্মিক ছুটির কারণ হিসেবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করেন এবং জানান এটি মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষা কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুরোধ জানানো হয়। মুখ্যমন্ত্রী একটি সংবাদমাধ্যমে ফোনে বলেন, অবিলম্বে স্কুল-কলেজ ছুটি ঘোষণা করতে হবে। তিনি সিবিএসই ও আইসিএসই বোর্ডকেও এই দুই দিন ছুটি দেওয়ার অনুরোধ জানান। তবে পাহাড়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি এই নির্দেশের বাইরে থাকবে বলে জানানো হয়েছে।