তৃণমূল সাংসদের নিশানায় দলেরই পঞ্চায়েত সমিতি, ‘সব করে কম্মে খাচ্ছে’ বিস্ফোরক মন্তব্যে কার দিকে ইঙ্গিত? – এবেলা

এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদ জেলার ডোমকলে ফেরিঘাটের টেন্ডার প্রক্রিয়া নিয়ে আবারও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এবার এই বিতর্ক আরও উত্তপ্ত হয়েছে তৃণমূলেরই এক সাংসদের মন্তব্যে। ডোমকলের সাংসদ আবু তাহের খান প্রকাশ্যে ডোমকল পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, পঞ্চায়েত সমিতির অধীনস্থ ১৯টি ফেরিঘাট থেকে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে, যা সরকারের কোষাগারে জমা পড়ছে না।
মঙ্গলবার ডোমকল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক প্রশাসনিক বৈঠকে সাংসদ আবু তাহের খান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই বৈঠকেই ফেরিঘাট ইস্যুটি মূল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
সাংসদ আবু তাহের খান বলেন, “অশুভ চক্র ডোমকল ফেরিঘাটটি দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতিকে অন্ধকারে রেখে করে কম্মে খাচ্ছে। এটা যেন বন্ধ হয়, এটা বিডিও সাহেবকে বলেছি। পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থাকতে হবে। আগামী দিনে এই ফেরিঘাট পঞ্চায়েত সমিতির দখলে আনতে হবে। বিডিও-কে বলেছি, স্বচ্ছ টেন্ডার করতে হবে।”
অন্যদিকে ডোমকল ব্লক আধিকারিক শঙ্খদীপ দাস জানান, ফেরিঘাট সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি সাংসদের সঙ্গে আলোচনা করেছেন এবং আদালতের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় এতদিন ধরে বিরোধীরা যে দুর্নীতির অভিযোগ তুলে আসছিল, এবার তা শাসকদলেরই এক নেতার মুখে উঠে আসায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।