শারদ উৎসবের আগে কী বিপদ? একটানা বৃষ্টিতে কলকাতায় মৃত্যু ৫ – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজোর মুখে একটানা ভারী বর্ষণে কার্যত বিপর্যস্ত কলকাতা। গভীর রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে শহরের বহু এলাকা কার্যত জলের তলায়। রাস্তাঘাট থেকে শুরু করে আবাসিক এলাকা, সবখানেই হাঁটুসমান জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। এই আকস্মিক দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইতিমধ্যেই পাঁচজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই ঘটনা পুজোর মরসুমে শহরে এক গভীর সংকটের ছায়া ফেলেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ও পূর্ব কলকাতায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আলিপুরে প্রায় ২৪৭ মিমি বৃষ্টি নথিভুক্ত হয়েছে, যা শহরকে কার্যত ভাসিয়ে দিয়েছে। জলমগ্নতার কারণে রেল পরিষেবাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়া, শিয়ালদহ সহ একাধিক স্টেশনের ইয়ার্ডে জল ঢুকে পড়ায় বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে বা অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই অপ্রত্যাশিত দুর্যোগে পুজোর কেনাকাটা ও মণ্ডপ তৈরির কাজেও বড়সড় প্রভাব পড়েছে।