বানভাসি কলকাতা, ৬ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যয়, মৃত ৯ – এবেলা

এবেলা ডেস্কঃ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘুম ভাঙতেই চোখ কপালে! রাতভর টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে কার্যত জলের তলায় চলে গেল কলকাতা। বাড়ি থেকে রাস্তা, দোকান থেকে হাসপাতাল, সর্বত্র জল আর জল। পুজোর আগে এমন রেকর্ড ভাঙা বর্ষণে বিপর্যস্ত গোটা শহর, থমকে গিয়েছে জনজীবন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যজুড়ে প্রাণ হারিয়েছেন ৯ জন, যাদের মধ্যে ৮ জনই কলকাতার বাসিন্দা। আহত হয়েছেন আরও একজন। ১৯৮৬ সালের পর এই প্রথম এমন ভয়াবহ বৃষ্টি দেখল মহানগর।
সোমবার রাত ১০.৩০টা নাগাদ শুরু হয় বৃষ্টি। ভোররাতের দিকে বৃষ্টির তীব্রতা এতটাই বেড়ে যায় যে, মাত্র ৩ ঘণ্টায় ১৮৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। রাতভর মোট বৃষ্টিপাতের পরিমাণ ২৫১.৪ মিলিমিটার। সেপ্টেম্বর মাসের হিসেবে এটি কলকাতায় তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি থামলেও জলের স্তর নামেনি। কারণ, সেই সময়ে গঙ্গায় ভরা জোয়ার চলছিল। ফলে শ্যামবাজার থেকে নিউ আলিপুর, রাসবিহারী অ্যাভিনিউ থেকে বেহালা—শহরের প্রতিটি প্রধান রাস্তাই জলমগ্ন হয়ে পড়ে। জল ঢুকে যায় হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও।
বৃষ্টির কারণে সবথেকে বেশি দুর্ভোগের শিকার হয়েছেন অফিসযাত্রীরা। রাস্তায় যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম ভোগান্তিতে পড়েন। একাধিক জায়গায় বাস, ট্যাক্সি ও বাইক বিকল হয়ে দাঁড়িয়ে যায়। এমনকি ট্রেন ও মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে। হাওড়া ও শিয়ালদহ শাখায় বহু লোকাল ট্রেন বাতিল করা হয়। ৩০টিরও বেশি দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা ব্যাপক সমস্যার মুখে পড়েন।
এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে উপস্থিত হয়ে জল নামানোর কাজ তদারকি করেন মেয়র ফিরহাদ হাকিম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই পুজোর মুখে এই প্রাকৃতিক বিপর্যয়ে চিন্তায় পড়েছে আমজনতা থেকে শুরু করে সংশ্লিষ্ট সব মহল।