ধর্মীয় বিতর্কে পিছু হটলো কমিটি রামলীলায় মন্দোদরী চরিত্রে বাদ পড়লেন পুনম পাণ্ডে – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির বার্ষিক রামলীলায় রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে অভিনয়ের কথা ছিল অভিনেত্রী পুনম পাণ্ডের। কিন্তু এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে। ভিএইচপি ও সমাজের একাংশের তীব্র আপত্তির মুখে পিছু হটেছে লবকুশ রামলীলা কমিটি। দীর্ঘ চাপ, বিতর্ক ও চিঠি চালাচালির পর শেষ পর্যন্ত কমিটি তাদের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়। কমিটির সভাপতি অর্জুন কুমার জানিয়েছেন, সমাজের ভাবাবেগকে সম্মান জানিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ভগবান রামের বার্তা প্রচারে কোনো বিতর্ক ছায়া ফেলতে না পারে।

কমিটি প্রথমে পুনম পাণ্ডের অতীতকে বিচার না করে তাঁর অভিনয়কে গুরুত্ব দিয়েছিল। তারা চেয়েছিল শিল্পীকে তাঁর কাজ দিয়ে বিচার করা হোক। তবে লাগাতার চাপের মুখে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার আশঙ্কায় এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পুনম পাণ্ডেকে পাঠানো চিঠিতে কমিটি জানিয়েছে, এই সিদ্ধান্তকে যেন তাঁর প্রতি আসাম্মান হিসেবে দেখা না হয়, বরং রামের আদর্শ বজায় রাখার একটি প্রয়াস হিসেবে বিবেচনা করা হয়। এই বিষয়ে এখনও পুনম পাণ্ডের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *