আইপিএল-এর পরে অশ্বিনের নতুন ঠিকানা, সতীর্থ হলেন পাকিস্তানের শাদাব! – এবেলা

এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অন্যতম সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবার খেলতে চলেছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগে। ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই এই অলরাউন্ডারের নতুন দল নিয়ে জল্পনা চলছিল। জানা গিয়েছে, বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারে যোগ দিতে চলেছেন অশ্বিন। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই খবর নিয়ে উত্তেজনা চরমে উঠেছে কারণ, তাঁর নতুন সতীর্থ হচ্ছেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। দুই খেলোয়াড় এবার একই দলের ড্রেসিংরুম ভাগ করে নেবেন।
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বিতর্ক নিয়ে অশ্বিন সরব হয়েছিলেন এবং ভারতীয় দলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন। সেই বিতর্কের পর এই প্রথম একজন পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে একই দলে খেলতে চলেছেন তিনি। সিডনি থান্ডারের হয়ে অশ্বিন আগামী ৪ জানুয়ারির পর মাঠে নামতে পারেন। অস্ট্রেলিয়ার এই লিগে অশ্বিনের যোগ দেওয়াকে ক্রিকেট অস্ট্রেলিয়া খুবই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে, কারণ এর ফলে লিগের জনপ্রিয়তা অনেক বাড়বে। বিশেষ করে ভারতীয় দর্শকদের কাছে এই লিগ নতুন করে আগ্রহ সৃষ্টি করবে। আগামী দিনে তাদের সম্পর্কের রসায়ন কেমন হয়, তা দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।