তীব্র জল্পনার অবসান, বাগদান সারলেন শচীনপুত্র অর্জুন! কী বললেন মাস্টার ব্লাস্টার – এবেলা

এবেলা ডেস্কঃ
ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার তার ছেলে অর্জুনের জন্মদিনে একটি হৃদয়স্পর্শী ইনস্টাগ্রাম পোস্ট করেছেন। এতে অর্জুনের ক্রিকেটার হিসেবে পথচলা ও ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের কথা উঠে এসেছে। দুটি ছবি শেয়ার করে শচীন লিখেছেন, “তোমাকে আমাদের ছেলে হিসেবে পেয়ে আমরা ধন্য। তোমার বেড়ে ওঠা দেখাটা আনন্দের।”
এই পোস্টের পরপরই ভক্তদের মধ্যে নতুন জল্পনার জন্ম হয়। অনেকেই জানতে চান, শচীনপুত্র অর্জুন কি তাহলে সত্যি বাগদান সেরেছেন? জল্পনার অবসান ঘটিয়ে শচীন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, অর্জুন বাগদান সেরেছেন এবং তার জীবনের নতুন এই অধ্যায়ের জন্য পুরো পরিবার খুব উচ্ছ্বসিত। এই তরুণ ক্রিকেটার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন এবং ঘরোয়া ক্রিকেটে গোয়ার প্রতিনিধিত্ব করছেন। তিনি ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন।