ট্রাম্পের এক চালে হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে মার্কিন সংস্থা! – এবেলা

এবেলা ডেস্কঃ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত ভিসা নীতিতে এবার বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্রের কর্পোরেশনগুলো। এইচ-১বি ভিসার নিয়মে কঠোর পরিবর্তন আনার ফলে দেশটির বড় বড় সংস্থাগুলো প্রায় ১৪০০ কোটি ডলারের বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। ফিনান্সিয়াল টাইমসের একটি সাম্প্রতিক প্রতিবেদনে এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির কারণে মার্কিন সংস্থাগুলোর বিদেশি কর্মী নিয়োগ ব্যয় বহুলাংশে বেড়ে যাবে। হোয়াইট হাউস সূত্রের খবর, যারা নতুন করে এই ভিসার জন্য আবেদন করবেন, সংশ্লিষ্ট সংস্থাকে তাদের জন্য প্রায় এক লক্ষ ডলার করে সরকারি ফি দিতে হবে। এই আকস্মিক আর্থিক ক্ষতির আশঙ্কায় চিন্তায় পড়েছে মার্কিন কর্পোরেট জগত। বিশেষজ্ঞদের মতে, এই নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্পে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।