পুরোনো ১ টাকার নোটে কোটিপতি হওয়ার টোপ! এক ক্লিকেই ১০ লাখ খোয়ালেন মুম্বাইয়ের ব্যক্তি – এবেলা

এবেলা ডেস্কঃ
অনলাইনে পুরোনো নোট বা কয়েন বিক্রি করে রাতারাতি বড়লোক হওয়ার প্রলোভন এখন নতুন নয়। মুম্বাইয়ের এক ব্যক্তি ঠিক এমন ফাঁদে পা দিয়েই ১০ লাখ টাকার বেশি খুইয়েছেন। পুরোনো ১ টাকার নোটের বিনিময়ে ৪.৫৩ লাখ টাকা পুরস্কারের একটি বিজ্ঞাপন দেখে তিনি প্রতারকদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। এরপর পঙ্কজ সিং নামে এক ব্যক্তি নিজেকে নোটের দোকানের কর্মচারী পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনের নামে দফায় দফায় টাকা নেয়। ধীরে ধীরে কথার জালে তাকে জড়িয়ে ফেলা হয়।
প্রতারণা চক্রের আরেক সদস্য, অরুণ শর্মা নিজেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং ভুয়ো কাগজপত্র দেখিয়ে পুরস্কার জেতার এক মনগড়া গল্প শোনায়। এভাবে নানা অজুহাতে ওই ব্যক্তির কাছ থেকে মোট ১০.৩৮ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। যখন আরও ৬ লাখ টাকা দিলে পুরস্কারের পরিমাণ ২৫.৫৬ লাখ হবে বলে জানানো হয়, তখনই তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরই তিনি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে।