ভয়ংকর বিপদ! দীপাবলির আগে কেন বিদেশি পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানালেন যোগী? – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় দীপাবলির আগে আয়োজন করা হচ্ছে সপ্তাহব্যাপী এক স্বদেশী মেলার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘আত্মনির্ভর ভারত-স্বদেশী সংকল্প’ শীর্ষক এক কর্মশালায় বক্তৃতা দিতে গিয়ে এই বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন। তিনি বলেন, এর মাধ্যমে কারিগর ও উদ্যোক্তারা যেমন একটি বড় মঞ্চ পাবেন, তেমনই সাধারণ মানুষও বিদেশি পণ্যের পরিবর্তে স্বদেশী জিনিস কিনতে উৎসাহিত হবেন।

এই বিশেষ মেলা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিটি জেলাতেই থাকবে ওডিওপি এবং স্থানীয় পণ্যের স্টল। এর ফলে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা যেমন লাভবান হবেন, তেমনই সাধারণ মানুষও স্বদেশী জিনিস কেনার এক বিশেষ সুযোগ পাবেন। যোগী আদিত্যনাথ আরও জানান যে গ্রেটার নয়ডায় ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা ইউপিআইটিএস প্রদর্শনীকে তিনি স্বদেশী এবং আত্মনির্ভর ভারতের সেরা মডেল হিসেবে দেখছেন। এই প্রদর্শনীতে থাকবে ২৫০০টি স্টল এবং প্রায় ২২০০ কোটি টাকার সম্ভাব্য বিক্রির আশা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পথ একমাত্র স্বদেশী এবং আত্মনির্ভর অভিযানের মাধ্যমেই সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, “যা ভারতে তৈরি এবং যাতে ভারতীয় শ্রমিক ও তরুণদের পরিশ্রম জড়িত, সেটাই আসল স্বদেশী।”

যোগী আদিত্যনাথ সতর্ক করে বলেন, যখনই বিদেশি মডেল গ্রহণ করা হবে, তার ফল বিপজ্জনক হবে। তিনি মনে করেন, প্রাকৃতিক চাষ এবং কুটির শিল্পকে উৎসাহ দেওয়াই ভারতের আসল শক্তি। তিনি জানান, ইউপির ওডিওপি স্কিমের মাধ্যমে দুই লক্ষ কোটি টাকার পণ্য রপ্তানি হচ্ছে এবং ১০ কোটি মানুষকে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে মোবাইল উৎপাদনে ইউপি দেশের ৬০ শতাংশ চাহিদা পূরণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *