সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া কি ইচ্ছে করেই করল এমনটা? এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্কে এবার মুখ খুললেন গাভাসকর – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৫ সালের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্ক যেন থামতেই চাইছে না। ভারতের বিরুদ্ধে দুটি ম্যাচের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে ঐতিহ্যবাহী করমর্দন করতে অস্বীকার করে, যার পরই এই বিতর্কের সূত্রপাত। এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করে বসে। অভিযোগের বিষয় ছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ করা হোক।

তবে, আইসিসি তৎক্ষণাৎ পিসিবির এই দাবি খারিজ করে দেয়। কিন্তু এই পুরো ঘটনায় এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর ক্ষোভের মূল কারণ কী?

স্পোর্টস্টারে প্রকাশিত নিজের কলামে গাভাসকর স্পষ্ট জানান, পিসিবির এই অভিযোগ একেবারেই বোধগম্য নয়। কারণ ক্রিকেটের নিয়মে কোথাও বলা নেই যে ম্যাচের পর করমর্দন করা বাধ্যতামূলক। বিভিন্ন খেলায় এমন ঘটনা বহুবার ঘটেছে। তাঁর মতে, আইসিসি এই অভিযোগকে উপেক্ষা করে সঠিক কাজই করেছে।

গাভাসকর কেবল করমর্দন নিয়েই থেমে থাকেননি। তিনি পাকিস্তানের বাধ্যতামূলক মিডিয়া ব্রিফিংয়ে অংশ না নেওয়া নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, পাকিস্তান ম্যাচ-পূর্ব সাংবাদিক সম্মেলন এড়িয়ে গিয়েছে। তাদের কোনো সিনিয়র সাপোর্ট স্টাফও মিডিয়ার সামনে আসেননি। এই নিয়ম লঙ্ঘনের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ এক ঘণ্টা বিলম্বিত হওয়ার ঘটনায়ও সানি তাঁর কলামে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “যদি পিসিবির কোনো অভিযোগ থাকে, তবে ভারতের কাছে হেরে যাওয়ার পর বিষয়টি উত্থাপন করার জন্য তাদের কাছে পুরো দুই দিন সময় ছিল। কিন্তু তারা টসের ঠিক আগে পর্যন্ত মাঠে না এসে পুরো ম্যাচটিকে একপ্রকার পণবন্দি করে রেখেছিল।”

গাভাসকর আরও লেখেন যে, ম্যাচ রেফারি ক্ষমা চেয়েছেন বলে পাকিস্তান যে দাবি করছে, তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসি পিসিবির এই দাবি অস্বীকার করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, পাকিস্তান কেবল ‘দুঃখজনক ভুল যোগাযোগ’ শব্দটিকে ক্ষমা চাওয়া বলে প্রচার করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *