নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথকে কেন পেলেন না ইডি? আদালতের রায় ঘিরে তোলপাড়! – এবেলা

এবেলা ডেস্কঃ
নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র আবেদন খারিজ করে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। তবে জামিনের শর্ত হিসেবে আদালত মন্ত্রীকে একাধিক শর্ত দিয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, যখনই ইডি মন্ত্রীকে তলব করবে, তাঁকে তখনই হাজিরা দিতে হবে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। তবে ইডি-র ওপরও কিছু শর্ত আরোপ করেছে আদালত। মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও জেরা শেষ করতে হবে বিকেল ৫টার মধ্যে। অর্থাৎ, এই মুহূর্তে ইডি-র হাতে রাতভর জেরার সুযোগ রইল না বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বিপুল সম্পত্তির অভিযোগের পাশাপাশি তদন্তে অসহযোগিতার কারণে ইডি প্রভাবশালী তত্ত্বে মন্ত্রীকে সাত দিনের হেফাজতে চেয়েছিল। কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দিয়েছেন।
প্রসঙ্গত, বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বয়ানে প্রথম মন্ত্রীর নাম উঠে আসে। এরপর চন্দ্রনাথের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে ইডি বড় অঙ্কের লেনদেনের হদিস পায়। ইডি-র দাবি, প্রায় ১৫৯ জন প্রার্থীর কাছ থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন মন্ত্রী। মোট অঙ্কের পরিমাণ দাঁড়ায় প্রায় ১২.৭২ কোটি টাকা। কিন্তু এত বিপুল অর্থ কোথায় গেল, তার কোনো উত্তর এখনও মেলেনি।
শনিবার আদালত থেকে বেরোনোর সময় চন্দ্রনাথ সিনহা জানিয়েছিলেন, তাঁর আইনের প্রতি আস্থা আছে এবং আগামী দিনেও থাকবে। এদিন তিনি বলেন, আদালতের নির্দেশ মেনেই চলব।
এখন দেখার, তদন্ত প্রক্রিয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মন্ত্রীর বিরুদ্ধে নতুন কী তথ্য আদালতে পেশ করে।