ফাইনালের আগে ভারতের কপালে চিন্তার ভাঁজ! টাইগারদের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জের মুখে টিম ইন্ডিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের সামনে এশিয়া কাপ ফাইনালে ওঠার হাতছানি। প্রতিপক্ষ বাংলাদেশ, দুবাই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। শক্তির বিচারে টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে থাকলেও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তাই বাংলাদেশের বিরুদ্ধে কোনও বাড়তি পরীক্ষার পথে হাঁটবেন না সূর্যকুমার যাদব, এমনটাই মনে করছে ক্রিকেট মহল। তবে এর মাঝেই সামনে এসেছে ভারতের দুই বড় সমস্যা, যা ফাইনালে ওঠার পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে।

পাকিস্তান ম্যাচের পর থেকে ভারতীয় শিবিরে সবচেয়ে বড় যে দুটি সমস্যা নিয়ে আলোচনা চলছে তা হলো জশপ্রীত বুমরাহ’র ফর্ম এবং ক্যাচ মিস। পাকিস্তানের বিরুদ্ধে বুমরাহ ৪ ওভারে ৪৫ রান দিয়েছিলেন এবং কোনো উইকেট পাননি। যদিও এটাকে দুর্ঘটনা বলেই মনে করছেন অধিনায়ক সূর্যকুমার। অন্যদিকে, কুলদীপ যাদব এবং শিবম দুবেরা দারুণ বল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ম্যাচ জেতার জন্য বুমরাহর মতো একজন বিশ্বমানের বোলারের ফর্ম জরুরি।

দ্বিতীয় সমস্যাটি হলো ক্যাচ মিস। পাকিস্তান ম্যাচে চারটি সহজ ক্যাচ হাতছাড়া করেছেন ভারতীয় ক্রিকেটাররা। অভিষেক শর্মা থেকে শুরু করে কুলদীপ যাদব, এমনকি শুভমান গিলও লোপ্পা ক্যাচ ফেলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে এই ‘বাটার ফিঙ্গার’ সমস্যা যদি না মেটে, তাহলে ফাইনালের পথে বড় বাধা আসতে পারে। ভারতীয় শিবিরের খবর অনুযায়ী, দলে কোনো বদল আসছে না। পাকিস্তান ম্যাচে যে দল খেলেছিল, সেই দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি। দুবাইয়ের গরমের কারণে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে এবং কুলদীপ যাদবের মতো স্পিনাররা বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *