রেলকর্মীদের কপাল খুলল! পুজোর আগে বড় উপহার দিল কেন্দ্র, পাবেন মোটা অঙ্কের টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মরসুম শুরুর আগেই সুখবর পেলেন রেলকর্মীরা। কেন্দ্র সরকার দেশের লাখ লাখ রেল কর্মচারীকে পুজোর উপহার হিসেবে ৭৮ দিনের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে রেলের গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের কর্মীরা সরাসরি উপকৃত হবেন।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে রেলকর্মীদের পরিবারে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। এই বছর প্রায় ১১.৫ লক্ষ কর্মচারী এই বোনাস পাবেন। সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা পাঠানো হবে এবং দ্রুত এই প্রক্রিয়া শুরু হবে।
ট্র্যাক মেইনটেনার, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টসম্যান এবং অন্যান্য গ্রুপ ‘সি’ ও নন-গেজেটেড কর্মীরা এই বোনাসের আওতায় আসবেন। সাধারণত, রেলের নন-গেজেটেড কর্মীদের প্রতি বছর উৎপাদনশীলতা ভিত্তিক বোনাস বা প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (PLB) দেওয়া হয়।
অর্থনীতিবিদদের মতে, এই ধরনের উৎসবকালীন বোনাস অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলে। কর্মীদের হাতে অতিরিক্ত টাকা এলে তাঁরা বেশি খরচ করেন, যার ফলে বাজারে টাকার প্রবাহ বাড়ে। এর ফলে ব্যবসা-বাণিজ্য এবং শিল্প উভয় ক্ষেত্রেই গতি আসে। সম্প্রতি জিএসটি-র হারেও পরিবর্তন আনা হয়েছে, যা বাজারে আরও বেশি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।