১৪ বছর বয়সে রেকর্ড ভাঙলেন! কে এই বৈভব সূর্যবংশী, যার ব্যাটে আতঙ্ক অস্ট্রেলিয়ার? – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটে যেন আগুন ঝরছিল। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে মাত্র ১০ ইনিংসেই তিনি ভেঙে দিয়েছেন উন্মুক্ত চন্দের পুরোনো রেকর্ড। ৬টি ছক্কা হাঁকিয়ে যুব ওয়ানডেতে দ্রুততম সময়ে ৪০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন বৈভব।

দলের হয়ে ৭০ রানের ঝোড়ো ইনিংসের সময়ই এই রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত অধিনায়ক যশ দেশমুখের বলে এক চমকপ্রদ ক্যাচে ফিরতে হলেও ততক্ষণে তাঁর ৪১টি ছক্কা হয়ে গিয়েছে। উন্মুক্ত চন্দ এই রেকর্ড গড়েছিলেন ২১টি ইনিংসে। তালিকায় তৃতীয় স্থানে থাকা যশস্বী জয়সওয়াল ২৭টি ইনিংসে মেরেছিলেন ৩০টি ছক্কা।

তবে এখানেই শেষ নয়। সম্প্রতি একের পর এক নজির গড়ছেন এই তরুণ তুর্কি। ১২ বছর ২৮৪ দিনে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় বৈভবের। এরপরই বিশ্ব যুব ওয়ানডেতে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন মাত্র ৫২ বলে। ভেঙে দেন পাকিস্তানের কামরান গুলামের ৫৩ বলের রেকর্ড। একই ইনিংসে ১০টি ছক্কা হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের নামে করেন তিনি।

সবচেয়ে কম বয়সে প্রতিযোগিতামূলক ক্রিকেটে শতরান করার রেকর্ডও তাঁর দখলে। মাত্র ১৩ বছর ১৮৮ দিনে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। অনূর্ধ্ব-১৯ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করে গড়েছেন ভারতের দ্রুততম যুব টেস্ট সেঞ্চুরির রেকর্ড। এই বিস্ময়বালককে কে থামাবে, এখন এটাই প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *