ক্রিকেট দুনিয়ায় বিরাট ধাক্কা, অলিম্পিকের আগে আমেরিকাকে নির্বাসিত করল আইসিসি – এবেলা

এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেটকে নির্বাসিত করেছে। তাদের ক্রিকেট বোর্ডের কার্যক্রমে সরকারি হস্তক্ষেপ এবং বারবার আইসিসির নিয়ম-নীতি পালনে ব্যর্থ হওয়ার কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে মার্কিন ক্রিকেটে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলো, যেখানে প্রায় ১০০ বছর পর ক্রিকেট আবার অলিম্পিকে ফিরছে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সৌরভ নেত্রভালকরের মতো ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা নজর কাড়ার পর যখন মার্কিন ক্রিকেটারদের জন্য নতুন দিগন্ত খুলে যাচ্ছিল, তখন এই ঘটনা বড় ধাক্কা হিসেবে এসেছে।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থাটির দেওয়া নির্দিষ্ট শর্ত ও নির্দেশিকা পালনে মার্কিন বোর্ড সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা স্বাধীন ও স্বশাসিত বোর্ড গঠন করতে পারছে না, ততক্ষণ এই নির্বাসন জারি থাকবে। এই সময়ের মধ্যে আমেরিকা আইসিসির কোনো সদস্য দেশ হিসেবে বিবেচিত হবে না। তবে আইসিসির নিয়মাবলী মেনে নতুন নির্বাচন সম্পন্ন করতে পারলে এই নির্বাসন তুলে নেওয়ার সম্ভাবনাও রয়েছে।