পুজোর মুখে TMC নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, গভীর রাতে কেন কেঁপে উঠল দিনহাটা? – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজোর আগেই রাজনৈতিক উত্তেজনায় কাঁপছে দিনহাটা। গভীর রাতে তৃণমূল নেতা মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে হঠাৎ বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে সাহেবগঞ্জ গ্রামে। এই ঘটনায় আতঙ্কে রয়েছে গোটা এলাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টা নাগাদ দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন প্রধান কোহিনূর খাতুন বিবি এবং ব্লক তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের পর চারদিক ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
আতঙ্কিত হয়ে মিন্টু বাড়ির বাইরে বেরিয়ে দেখেন, তার বাড়ির সামনেই এই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গেই খবর যায় সাহেবগঞ্জ থানায়। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং সেখান থেকে একটি তাজা বোমা উদ্ধার করে।
একই রাতে সাহেবগঞ্জের নতুন বাজার এবং বিডিও অফিস সংলগ্ন এলাকাতেও বোমাবাজির অভিযোগ উঠেছে। পরপর এমন বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। দুর্গা পুজোর মুখে নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, ‘এই ঘটনা পরিকল্পিত। দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। আমরা প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি।’
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, গত জুলাই মাসে পূর্ব বর্ধমানের কাটোয়ায় এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা বিস্ফোরণ হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগ বেড়েছে।