ট্রাম্পের দাবিতে কেন পাল্টা দিলেন জেলেনস্কি! ভারতের ভূমিকা নিয়ে হঠাৎ কী বললেন? – এবেলা

এবেলা ডেস্কঃ
ইউক্রেন যুদ্ধে ভারত এবং চীন রাশিয়াকে রসদ সরবরাহ করছে। সম্প্রতি রাষ্ট্রসংঘে এই বিস্ফোরক দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই অভিযোগের পরের দিনই সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কণ্ঠে। তিনি ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় জানালেন, ভারত অনেকটাই তাদের পাশে আছে। জেলেনস্কি আরও জানান, জ্বালানি নিয়ে তাদের কিছু প্রশ্ন থাকলেও, তিনি আশাবাদী যে ট্রাম্প এই বিষয়টি সামলে নিতে পারবেন। একই সাথে তিনি ইঙ্গিত দেন, ইউক্রেন চায় ভারত যেন তাদের পাশে থাকে এবং ভবিষ্যতে রাশিয়া থেকে জ্বালানি কেনার বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি ভারতের ভূমিকা নিয়ে ট্রাম্পের বক্তব্যের সরাসরি বিরোধিতা করেন। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ভারত বারবার আন্তর্জাতিক মঞ্চে তাদের অবস্থান স্পষ্ট করেছে। নয়াদিল্লি জানিয়েছে, তারা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাশিয়ার থেকে তেল কিনছে না। ভারতের এই পদক্ষেপের ফলে গত সাড়ে তিন বছরে প্রায় ১৭ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে। ট্রাম্প যদিও বারবার এই বিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু ভারত জাতীয় স্বার্থকে বরাবরই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।