জামিনের পর কারামন্ত্রী চন্দ্রনাথকে কোন শর্ত দিল আদালত? ইডি-র হাতেই বা কোন রাশ টানল কোর্ট? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে বড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র আবেদন খারিজ করে তাঁর অন্তর্বর্তী জামিন বহাল রাখল আদালত। তবে এর সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত চলাকালীন কেন্দ্রীয় সংস্থা যখনই তাঁকে তলব করবে, মন্ত্রীকে তখনই হাজিরা দিতে হবে এবং তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। ইডি-কেও মন্ত্রীর প্রতি কিছু নিয়ম মেনে চলতে হবে।

আইন বিশেষজ্ঞদের মতে, আদালত ইডি-কে নির্দেশ দিয়েছে যে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তা বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ রাতভর জেরার সুযোগ আর তাদের হাতে রইল না। আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তি এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে ইডি মন্ত্রীর সাত দিনের হেফাজত চেয়েছিল, যা এদিন খারিজ করে দেওয়া হয়েছে। বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের বয়ানে প্রথম তাঁর নাম উঠে আসে। এরপর ইডি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বড়সড় লেনদেনের হদিশ পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *