ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কি বড় পরিবর্তন আসছে? ৩০ সেপ্টেম্বরের ঘোষণার দিকে তাকিয়ে আমানতকারীরা – এবেলা

এবেলা ডেস্কঃ
সাধারণ ভারতীয়দের কাছে ছোট সঞ্চয় প্রকল্প বা স্মল সেভিংস স্কিম বরাবরই ভরসার ঠিকানা। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম—এই প্রকল্পগুলো কেবল বিনিয়োগের মাধ্যম নয়, বহু মানুষের ভবিষ্যৎ নিরাপত্তার ভিত্তি। এই প্রকল্পগুলোর সুদের হার প্রতি তিন মাস অন্তর ঘোষণা করে অর্থ মন্ত্রক। ফলে, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য নতুন হার ঘোষণার দিকে তাকিয়ে আছে সারা দেশের আমানতকারীরা।
দীর্ঘ ছয় ত্রৈমাসিক ধরে এই প্রকল্পগুলোর বেশিরভাগের সুদের হার একই রয়েছে। তাই এবার সুদের হারে কোনো পরিবর্তন আসবে কি না, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিনিয়োগকারীদের মনে। যদি হার বৃদ্ধি পায়, তবে তা সাধারণ মানুষের সঞ্চয়কে আরও লাভজনক করে তুলবে।
বর্তমানে, জনপ্রিয় কিছু প্রকল্পের সুদের হার নিম্নরূপ:
- সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY): কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য জনপ্রিয় এই প্রকল্পের বর্তমান সুদের হার ৮.২%।
- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF): দীর্ঘমেয়াদি ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য আদর্শ এই প্রকল্পে সুদ মেলে ৭.১%।
- সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS): অবসরপ্রাপ্তদের জন্য উচ্চ-ফলনশীল এই প্রকল্পে সুদের হার ৮.২%।
- ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): এর বর্তমান সুদের হার ৭.৭%।
- পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS): যারা মাসিক আয়ের নিশ্চয়তা চান, তাদের জন্য এটি ৭.৪% সুদ দেয়।
সরকারি সুরক্ষায় পরিচালিত হওয়ায় এই প্রকল্পগুলো ঝুঁকিহীন। তাই বাজার যাই হোক না কেন, এগুলোর প্রতি মানুষের আস্থা অটুট। এখন দেখার বিষয়, ৩০ সেপ্টেম্বরের ঘোষণায় সুদের হারে কোনো চমক থাকে কি না, যা লাখ লাখ আমানতকারীর সঞ্চয় পরিকল্পনাকে নতুন দিশা দেবে।