ইনফোসিস কর্ত্রী সুধা মূর্তিকে ফোন! তারপর যা ঘটল শুনে অবাক নেটপাড়া – এবেলা

এবেলা ডেস্কঃ
সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হয়েছেন রাজ্যসভার সাংসদ তথা ইনফোসিস ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারপার্সন সুধা মূর্তি। তাঁর অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপার থেকে নিজেকে টেলিকম বিভাগের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান, সুধা মূর্তির আধার কার্ডের সঙ্গে তাঁর মোবাইল নম্বর যুক্ত করা নেই। শুধু তাই নয়, ওই ব্যক্তি দাবি করেন যে তাঁর অশ্লীল ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়েছে, যার কারণে টেলিকম বিভাগ তাঁর পরিষেবা বন্ধ করে দেবে।
প্রতারক সুধা মূর্তিকে হুমকি দেয় যে দুপুর ১২টার মধ্যে নম্বরটি আধারের সঙ্গে যুক্ত না করলে পরিষেবা বন্ধ হয়ে যাবে। তবে প্রতারকের ফাঁদে পা না দিয়ে সুধা মূর্তি সরাসরি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। উল্লেখ্য, শিক্ষাক্ষেত্র ও সাহিত্যে অবদানের জন্য তিনি এই বছর রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হয়েছেন।