রাজপথের ধুন্ধুমার! সিভিক ভলান্টিয়ারকে জুতোপেটা ট্রাক চালকের, আসল সত্যিটা কী? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার জলমগ্ন অবস্থার কারণে জাতীয় সড়কে ট্রাক নিয়ন্ত্রণ করতে গিয়ে এক ধুন্ধুমার কাণ্ড ঘটল দুর্গাপুরে। ১৯ নম্বর জাতীয় সড়কের বুদবুদ গ্রাম মোড়ে এক সিভিক ভলান্টিয়ারকে প্রকাশ্য দিবালোকে জুতোপেটা করলেন এক ট্রাক চালক। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে রাজ্যজুড়ে। তবে এই ঘটনার নেপথ্যে লুকিয়ে রয়েছে এক ভিন্ন গল্প।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ট্রাক চালক তাঁর জুতো খুলে এক সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারছেন। আশেপাশে আরও বেশ কয়েকজন ট্রাক চালক দাঁড়িয়ে আছেন, যাঁরা এই ঘটনার প্রতিবাদে সোচ্চার। চালকদের অভিযোগ, সিভিক ভলান্টিয়ার তাঁদের কাছ থেকে টাকা চাইছিলেন। টাকা দিতে না চাইলে তিনি নাকি এক চালককে লাঠি দিয়ে আঘাত করেন। এর জেরেই ক্ষিপ্ত হয়ে চালকরা দল বেঁধে ওই সিভিক ভলান্টিয়ার এবং তাঁর সঙ্গে থাকা পুলিশকর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান।
যদিও পুলিশের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ট্র্যাফিক বিভাগের এসিপি রাজকুমার মালাকার জানান, কলকাতার জল জমার কারণে আসানসোল-দুর্গাপুরের দিকে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। কিন্তু কিছু চালক এই নিয়ম মানতে রাজি হননি। এর ফলে উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং সেই সময়ই এক চালক ওই সিভিক ভলান্টিয়ারকে জুতো দিয়ে মারধর করেন। ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।
এই বিতর্কের মধ্যেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার এক সিভিক ভলান্টিয়ার মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক মহিলার হারিয়ে যাওয়া ব্যাগ তিনি খুঁজে বের করে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন, যা সিভিক ভলান্টিয়ারদের নিয়ে তৈরি হওয়া নেতিবাচক ধারণার মাঝে এক ইতিবাচক ছবি তুলে ধরেছে।