বিএসএনএলের নতুন চমক, ১১ মাসের রিচার্জে আনলিমিটেড কল ও ডেটা, জেনে নিন সব সুবিধা! – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এবার বেসরকারি কো ম্পা নিগুলোকে কড়া টক্কর দিতে এক দারুণ প্রি-পেইড প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানটির মেয়াদ ১১ মাস বা ৩৩০ দিন। এটি তাদের জন্য দারুণ খবর, যারা বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি চান।
বিএসএনএলের নতুন এই প্ল্যানটির দাম ১,৯৯৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। ডেটার পরিমাণ কম মনে হতে পারে, কিন্তু ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে যায়, তাই প্রতিদিনের ব্যবহারের জন্য এই পরিমাণ ডেটা যথেষ্ট।
এই প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর আনলিমিটেড কলিং সুবিধা। এর মাধ্যমে আপনি যেকোনো নেটওয়ার্কে যত খুশি কথা বলতে পারবেন। ডেটা এবং আনলিমিটেড কলিং ছাড়াও এই প্ল্যানে প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুবিধাও রয়েছে।
যারা বেশি ডেটা ব্যবহার করেন, তাদের জন্য এটি কিছুটা হতাশাজনক হতে পারে। কিন্তু যারা লম্বা সময়ের জন্য রিচার্জ করতে চান এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা চান, তাদের জন্য এই প্ল্যানটি একটি দারুণ বিকল্প হতে পারে।
এছাড়াও, বিএসএনএল একটি বিশেষ অফারও দিয়েছে। ১৫ অক্টোবরের আগে যারা তাদের ওয়েবসাইট বা সেলফ-কেয়ার অ্যাপ থেকে এই রিচার্জ করবেন, তারা ২% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এতে প্ল্যানটির দাম আরও কমে যাবে। বিএসএনএলের এই নতুন প্ল্যানটি বাজারে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।