এশিয়া কাপের নায়ক এবার ওয়ানডে দলে? বিরাট-রোহিতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে উঠছেন অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ
এশিয়া কাপে ব্যাটে ঝড় তুলেছিলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। শুধু এই ম্যাচেই নয়, টুর্নামেন্টের বাকি খেলাগুলিতেও তার আগ্রাসী শুরু ভারতকে প্রতিপক্ষকে চাপে ফেলতে সাহায্য করেছে। আর সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার ওয়ানডে দলেও ডাক পেতে চলেছেন ২৫ বছরের এই তরুণ তারকা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনের সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেককে স্কোয়াডে রাখা হতে পারে। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেকের মারকাটারি ব্যাটিং এতটাই মুগ্ধ করেছে নির্বাচকদের যে তারা তাকে ৫০ ওভারের ক্রিকেটেও সুযোগ দেওয়ার কথা ভাবছেন।
কেন অভিষেককে ওয়ানডেতে সুযোগ দেওয়া হচ্ছে, তা নিয়ে নানা জল্পনা চলছে। ক্রিকেট মহলের একাংশের ধারণা, নির্বাচকরা হয়তো ইতিমধ্যেই রোহিত শর্মার বিকল্পের খোঁজ শুরু করে দিয়েছেন। সেই কারণেই অভিষেকের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে তার ৭৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার এবং ৫টি ছক্কায়, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৯০-এর কাছাকাছি। এমন সাইক্লোনিক ব্যাটিং দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে ৫০টি ছক্কা মারার নজিরও গড়েছেন অভিষেক। মাত্র ৩৩১ বলে এই রেকর্ড গড়েন তিনি। এছাড়াও, পাকিস্তানের শাহিন আফ্রিদিকে প্রথম বলে ছক্কা মেরে রোহিত, যশস্বী এবং সঞ্জুদের মতো তারকাদের পেছনে ফেলে দিয়েছিলেন তিনি। এই কৃতিত্ব দ্বিতীয়বার অর্জন করেছিলেন অভিষেক। এখন দেখার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে দলের স্কোয়াডে জায়গা হয় কি না এই তরুণ তুর্কির।