বিবাহিত প্রেমিকা থেকে মাঝরাতে ‘হাতেনাতে’ ধরা পড়লেন প্রেমিক, এরপর যা ঘটল, তা শুনে অবাক সবাই! – এবেলা

এবেলা ডেস্কঃ
ছত্তিশগড়ের সরগুজা জেলায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক বিবাহিত নারীর সঙ্গে দেখা করতে গভীর রাতে তার শ্বশুরবাড়িতে পৌঁছেছিলেন তার পুরোনো প্রেমিক। কিন্তু সেখানে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা।
জানা গেছে, যুবককে দেখতে পেয়েই শ্বশুরবাড়ির লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন। শুধু তাই নয়, প্রেমিক-প্রেমিকা দুজনকেই দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। কিন্তু এরপরই যা হলো, তা সবাইকে চমকে দিয়েছে।
সোমবার রাতে এই ঘটনা ঘটার পর মঙ্গলবার গ্রামবাসীদের নিয়ে একটি সামাজিক বৈঠক ডাকা হয়। বৈঠকে স্থানীয় পুলিশও উপস্থিত ছিল। সেখানেই সমাজের প্রতিনিধিদের সামনে প্রেমিক-প্রেমিকা জানান যে, তাদের দুজনেরই অন্যত্র বিয়ে হলেও তারা পুরোনো সম্পর্ক ভুলে যাননি। বিয়ের আগেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, যা কোনো কারণে পরিণতি পায়নি।
এই কথা শোনার পর সামাজিক বৈঠকে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজের মানুষেরা মিলে ঠিক করেন, মেয়েটিকে তার প্রেমিকের সঙ্গেই পাঠিয়ে দেওয়া হবে। বৈঠকের এই সিদ্ধান্ত কার্যকর করার পর দুই পক্ষই সন্তুষ্ট হয়। এই ঘটনার পর লখনপুর থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। প্রেমিকের সঙ্গে যেতে পেরে প্রেমিকাও খুব খুশি। এই সিদ্ধান্ত এখন পুরো এলাকায় আলোচনার বিষয়।