অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, বাংলার প্রথম মহিলা শহীদ যাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ
আজ ২৪ সেপ্টেম্বর, বীর স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস। এই বিশেষ দিনটিতে বিপ্লবী এই নারীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রীতিলতা ছিলেন বাংলার প্রথম মহিলা শহীদ। দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান ছিল অপরিসীম। নিজের সোশ্যাল হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে লেখেন, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, বীণা দাশ, সুনীতি চৌধুরীর মতো বহু অগ্নিকন্যার জন্ম দিয়েছে এই বাংলা।
বাংলার স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান হিসেবে নিজের রাজ্যের প্রতিও গর্ব প্রকাশ করেন মমতা। মুখ্যমন্ত্রী তাঁর শ্রদ্ধাবার্তায় স্বাধীনতা সংগ্রামে বাংলার মাটির অবদান ও এই মাটিতে জন্ম নেওয়া বীরাঙ্গনাদের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রীতিলতার মতো বিপ্লবীদের স্মৃতিকে সম্মান জানাতে সরকার আলিপুর মিউজিয়ামে তাঁদের স্মরণ করেছে। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, যে ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে দেশের স্বাধীনতা অর্জন হয়েছিল, সেই ঐতিহ্য বজায় রাখাই আমাদের একমাত্র কর্তব্য।