পাক বন্ধুকে চিন্তায় ফেলে তুরস্কের চিরশত্রুর সঙ্গে মহাযুদ্ধাভ্যাস ভারতের! কী এমন ঘটাল আইএনএস ত্রিকন্দ? – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানের মিত্র তুরস্ককে নতুন করে চাপে ফেলে দিয়েছে ভারত। সম্প্রতি ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস ত্রিকন্দ গ্রিসের নৌবাহিনীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ মহড়ায় অংশ নিয়েছে। এই মহড়াটি মূলত ছিল ডুবোজাহাজ-বিরোধী (অ্যান্টি-সাবমেরিন) যুদ্ধাভ্যাস।

ভারত ও গ্রিসের মধ্যে এই ধরনের নৌসেনা সহযোগিতা বাড়াতে সাম্প্রতিক সময়ে একাধিক উচ্চপর্যায়ের সফর ও বৈঠক হয়েছে। গত বছর ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী গ্রিস সফর করেন এবং সে দেশের নৌসেনা ও প্রতিরক্ষা উপমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

গত ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হয়। আইএনএস ত্রিকন্দের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন শচিন কুলকার্নি জানিয়েছেন, দুই দেশের নৌবাহিনীর মধ্যে বোঝাপড়া ও কৌশলগত ক্ষমতা বৃদ্ধি করাই এই মহড়ার মূল লক্ষ্য ছিল। উল্লেখ্য, তুরস্কের সঙ্গে গ্রিসের দ্বীপ ও সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষ নেওয়ার কারণে ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্কও বেশ জটিল। এই পরিস্থিতিতে তুরস্কের প্রধান শত্রু গ্রিসের সঙ্গে ভারতের এই সামরিক সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আইএনএস ত্রিকন্দ বর্তমানে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে গ্রিসে এসেছে। এর আগে এটি ‘ব্রাইট স্টার ২০২৫’ নামে একটি বড় বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে মিশরে গিয়েছিল। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ও প্রাচীন একটি যৌথ সামরিক মহড়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *