পুজোর আগেই কর্মীদের মুখে হাসি, ৭৮ দিনের বেতন বোনাস দেবে রেল! – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপূজা এবং দীপাবলির আগে রেল কর্মীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করা হয়েছে যে, রেল কর্মীরা পাবেন কর্মক্ষমতা ভিত্তিক বোনাস। এই বোনাস হবে ৭৮ দিনের বেতনের সমতুল্য। শুধুমাত্র রেল নয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও উৎসবের মরসুমের আগে এই বোনাস পাবেন।

এই বোনাস মূলত নন-গেজেটেড কর্মীদের জন্য প্রযোজ্য। এর মূল উদ্দেশ্য হলো রেলের কর্মক্ষমতা বৃদ্ধিতে কর্মচারীদের নিরলস পরিশ্রমকে স্বীকৃতি জানানো। গত বছর প্রায় ১.১ লক্ষ কর্মচারী এই বোনাস পেয়েছিলেন, যা তাঁদের কাজের প্রতি উৎসাহ বাড়িয়েছিল। এই বছরও প্রায় ১.০৯ লক্ষ কর্মচারী এই বিশেষ সুবিধা পাবেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, উৎসবের আগে কর্মীদের হাতে বাড়তি অর্থ এলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পণ্যের ওপর জিএসটি কমানো হয়েছে। এর ফলে বোনাসের এই টাকা কেনাকাটায় খরচ হবে। পোশাক, ইলেকট্রনিক্স, গৃহস্থালীর জিনিসপত্র এবং অন্যান্য উৎসবের কেনাকাটায় কর্মীরা এই টাকা খরচ করবেন, যা ব্যবসা ও শিল্প উভয় ক্ষেত্রেই গতি আনবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসার পর মানুষের খরচ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *